সাগরের পাশে সবুজ ঘাসের বিছানা, চোখ জুড়ানো এক উন্মুক্ত প্রান্তর এই গুলিয়াখালী সমুদ্র সৈকত।
একটি অনিন্দ্য সুন্দর সৈকত গুলিয়াখালি, রুপ সাজাতে প্রকৃতি কোন কার্পন্য করেনি। একদিকে দিগন্তজোড়া সাগর-জলরাশি আর অন্য দিকে কেওড়া বন এই সাগর সৈকতকে করেছে অনন্য। এখানে পাওয়া যাবে সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মত পরিবেশ।
গুলিয়াখালি সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তৃত ঘাস। অনেক সুন্দর মাঠ আছে,ফুটবল নিলে টার্ফ এর ফিলিং পাবেন। জেলেদের বোটে করে সমুদ্রেও ঘুরতে পারবেন।
অবস্থান
সীতাকুণ্ড বাজার থেকে মাত্র ৫ কিলোমিটার পশ্চিমে সমুদ্রের পাড়ে এক বর্গ কিলোমিটারের একটি ছোট্ট প্যারাবন দেখা যায়, যা গুলিয়াখালি সী বীচ নামে পরিচিত। সীতাকুণ্ড থেকে মীরসরাই পর্যন্ত সমুদ্র উপকুল জুড়েই প্যারাবন দেখা গেলেও গুলিয়াখালীর এই প্যারাবন টি বিশেষ ভাবে পরিচিত।
এই প্যারাবনে দেখা যায় বিভিন্ন আকৃতির ছোট বড় গর্ত। বীচের পাশে সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিক ভাবেই জেগে উঠেছে আঁকা বাঁকা নালা, এইসব নালায় জোয়ারের সময় পানি ভরে উঠে। চারপাশে সবুজ ঘাস আর তারই মধ্যে ছোট ছোট নালায় পানি পূর্ণ এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করবেই। পুরো এলাকাটি মোটা ঘাসের আস্তরনে আবৃত হলেও মাঝের গর্তগুলো ১-৪ ফুট গভীর।
সাগরের এতো ঢেউ বা গর্জন না থাকলেও এই নীরবিলি পরিবেশের গুলিয়াখালি সমুদ্র সৈকত আপনার কাছে ধরা দিবে ভিন্ন ভাবেই।
কেউ ইচ্ছে করলে সাথে খাবার এবং তাবু নিয়ে যেতে পারেন।